reporterঅনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল, ২০২৪

বিসিএসআইআর উদ্ভাবিত ম্যাঙ্গোবার বাজারজাতকরণ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্ভাবিত ম্যাঙ্গোবার বাজারজাতকরণের জন্য গাজীপুরের শ্রীপুরে লিজেন্ট এগ্রোপ্লাসের সঙ্গে গতকাল মঙ্গলবার পরিষদ সভাকক্ষে একটি চুক্তি স্বাক্ষর হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পরিষদের সচিব শাহ আবদুল তারিক এবং লিজেন্ট এগ্রোপ্লাসের হেড অব অপারেশন মো. হাসান জাহিদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, বিজ্ঞান গবেষণার সুফল জনগণের মাঝে পৌঁছে দিতেই বিসিএসআইআর প্রতিষ্ঠিত হয়েছিল। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিসিএসআইআর উদ্ভাবিত পণ্যটি জনগণের কাছে পৌঁছে যাবে। সদস্য (উন্নয়ন) রোকনুজ্জানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), গবেষণা সমন্বয়কারী ও উদ্ভাবক বিজ্ঞানীরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close