reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মহানবী (সা.)-এর অর্থনৈতিক আদর্শ বাস্তবায়নে কাজ করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

নবী দিবস উপলক্ষে ‘মহানবী (সা.)-এর অর্থনৈতিক আদর্শ’ বিষয়ে এক আলোচনা মাহফিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফরম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। তিনি বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অর্থনৈতিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সম্পদের ন্যায়ভিত্তিক বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূর করে একটি সুষম ও দরদি সমাজ প্রতিষ্ঠায় ব্যাংকের সব কর্মীকে পূর্ণোদ্যমে কাজ করার আহ্বান জানান।

‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হবে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের প্রতিষ্ঠান’ উল্লেখ করে ব্যাংকের চেয়ারম্যান ইসলামী অর্থনীতির বণ্টননীতি অনুসরণ করে স্থানীয়ভাবে সংগৃহীত আমানত সংশ্লিষ্ট এলাকায় বিনিয়োগ করে অঞ্চলগত বৈষম্য দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close