reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০২৩

রেমিট্যান্স আহরণে পূবালী ব্যাংক-স্মল ওয়ার্ল্ড চুক্তি

ইউরোপসহ বিশ্বের ১৭০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের অর্থ নিরাপদে, স্বল্প সময়ে ও সহজতম উপায়ে প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেড এবং স্মল ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে একটি রেমিট্যান্স আহরণ চুক্তি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন স্মল ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের উত্তর ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর স্ট্যানলি ওয়াচ এবং পূবালী ব্যাংক লিমিটেডের আন্তর্জাতিক বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং স্মল ওয়ার্ল্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের গ্রুপ সিইও খালিদ ফিলাহি উপস্থিত ছিলেন। রেমিট্যান্স আহরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close