reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২৩

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশে এজেন্ট ব্যাংকিংসেবার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ব্যাংক এশিয়া। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে করপোরেট অফিসে (র‌্যাংগস্ টাওয়ার) ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক তানিয়া নুসরাত জামান, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও হেড অব চ্যানেল ব্যাংকিং মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হোছাইন, আলমগীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের জেলা ব্যবস্থাপকদের জন্য ‘স্ট্র্যাটেজিক বিজনেস মিট-২০২৩’ আয়োজন করে ব্যাংক এশিয়া। পাশাপাশি ‘আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন’ নামে একটি ক্যাম্পেইন উদ্বোধন এবং ‘ডিপিএস-১০০’ নামে একটি ডিপোজিট স্কিম চালু করা হয়। এজেন্ট ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে ব্যাংক এশিয়া ২০১৪ সালের ১৭ জানুয়ারি দেশে এ সেবার কার্যক্রম শুরু করে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close