reporterঅনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর, ২০২১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সবার জন্য সব সময় পাশে থাকার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৯৩টি শাখা, ১২২টি উপশাখা, ৬৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ১৯২টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এ ছাড়া ব্যাংক অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি ব্যাংকের গ্রাহক, বাংলাদেশ ব্যাংক, শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ সব শুভানুধ্যায়ীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ সব বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close