নিজস্ব প্রতিবেদক

  ১৩ অক্টোবর, ২০১৯

রফতানিতে বিশেষ নগদ সহায়তা

কারখানায় উৎপাদিত তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রেইট অন বোর্ড) মূল্যের ওপর ১ শতাংশ হারে উৎপাদনকারী ও রফতানিকারকদের বিশেষ নগদ সহায়তা দেওয়া হবে। তবে এ সহায়তা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী দেশের সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে সরকার তৈরি পোশাক রফতানিকারকদের বিশেষ নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সুবিধা পেতে চারটি শর্ত মানতে হবে। এগুলো হলো, যেসব প্রতিষ্ঠান নিয়মিত সহায়তা পেয়েছে, তারা এই সহায়তা পাবে না। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট রফতানির বিপরীতে ৪ শতাংশ ও ২ শতাংশ হারে সুবিধা পেয়ে থাকলে এই বিশেষ সহায়তা পাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close