নিজস্ব প্রতিবেদক

  ২০ মার্চ, ২০১৮

বাংলা ব্যবহারের নির্দেশ বীমাতে

বীমা দাবি, বীমা পলিষি সংক্রান্ত নথিপত্রসহ সব ধরনের কাগজপত্রে বাংলা ব্যবহারের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর পাশাপাশি জরিপকারী প্রতিষ্ঠানকেও বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রতিবেদন লিখতে বলা হয়েছে। গতকাল সোমবার আইডিআরএ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

আইডিআরএ এর প্রজ্ঞাপনটি দেশের সব বীমা কোম্পানির প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। আইডিআরএ এর পরিচালক (যুগ্ম সচিব ) ড. বশিরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাভাষা প্রচলন আইন-১৯৮৭ অনুযায়ী বিদেশে যোগাযোগ ব্যতীত সব ক্ষেত্রে বাংলা ব্যবহারের বাধ্য বাধকতা রয়েছে। একই সঙ্গে এই বিষয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। বীমা সংক্রান্ত কাগজপত্রে বাংলা ভাষা ব্যবহার করার নির্দেশনার প্রেক্ষাপট তুলে ধরে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির বীমা চুক্তিপত্র শুধু ইংরেজিতে হওয়ায় সাধারণ গ্রাহকের পক্ষে পলিসি খোলা ও দাবি উত্থাপন নিয়ে সমস্যা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist