নিজস্ব প্রতিবেদক

  ০৮ মার্চ, ২০১৮

বিজেএমসি বন্ধ করে দেওয়া উচিত : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পাট উন্নয়ন করপোরেশনের কাজ নেই। অনেক টাকা দেওয়া হয়েছে তাদের। তারা লোকসান থেকে বের হতে পারছে না। আর যে পদ্ধতিতে কাজ চলছে, তাতে পাটের উন্নয়ন হবে না। তাই বছরের পর বছর লোকসান দিয়ে সরকারি লোকসানি প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এমনই একটি প্রতিষ্ঠান। এটা বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা-কর্মচারী সমিতির উদ্যোগে স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বক্তব্য প্রদানের আগে স্মরণিকা ‘প্রয়াস’-এর মোড়ক উন্মোচন করেন তিনি।

পাট প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তার ব্যক্তিগত অভিমত। সুতরাং এটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। অসুবিধা যেটা আমাদের হয়, পাটকে আমরা রিভাইস করতে চাই। পাটের একটা নতুন বাজারও সৃষ্টি হয়েছে। কিন্তু রিভিশনের প্রক্রিয়াটা আমার ভালো লাগছে না।’ তিনি বলেন, ‘এই প্রক্রিয়ায় ওল্ড বিজেএমসির এক্সিসটেন্সের (থাকার) কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি তাদের (বস্ত্র ও পাট মন্ত্রণালয়) বলেছি, বিজেএমসির কোনো জায়গা নেই এই নতুন ব্যবস্থায়।’

মন্ত্রী বলেন, ‘নতুন ব্যবস্থা আমরা বলছি পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) প্রজেক্ট হবে সবগুলো। সেখানে বিজেএমসি ইট সুড বি অ্যাবুলিশ (বিলোপ করা)।’ অর্থমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ে সমন্বয়ের একটা সেল থাকবে, তারাই সব দেখবে। আমি তাদের অফিশিয়ালি পর্যন্ত বলেছি। বাট দে ডু নট অবলাইজ। তারা বিজেএমসির খপ্পরে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘পাটে আমাদের ইনভেস্টমেন্ট কত আছে; ইনিশিয়ালি যখন বিজিএমসি হলো তখন কয়েক হাজার টাকা দিয়েছি, এরপর প্রতিবছর ৪০০-৫০০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। এর পরও তারা আনসার্টিসফাইড হাঙ্গার ফর মানি।’

পাট খাতকে এগিয়ে নেওয়ার প্রথম পরামর্শ কীÑএ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ফার্স্ট পরামর্শ অ্যাবোলিশ দি বিজেএমসি। দ্যাট উইল বি গুড ফর দ্য জুট সেক্টর। এ সময় অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুসলিম চৌধুরী বলেন, বিজেএমসির সিজনাল কর্মচারী থাকার কথা ৫০ শতাংশ, আর ৫০ শতাংশ স্থায়ী। ওরা ৯০ শতাংশ স্টাফকে স্থায়ী করে ফেলেছে। এরপর অর্থমন্ত্রী বলেন, (বিজেএমসির) ম্যানেজমেন্ট ইজ হরিবল অ্যান্ড দ্যাটস হোয়াই আই ডিজলাইক দেম। এদিকে গত সোমবার প্রধানমন্ত্রীর ঘোষণার দুই বছরেও প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে পাট তালিকাভুক্ত না হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ি করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist