তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৬ মে, ২০২১

আমাজনের স্মার্ট সেলুন

প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন চালু করতে যাচ্ছে স্মার্ট সেলুন। মূলত ব্রিকস অ্যান্ড মর্টার প্রকল্পের পরীক্ষামূলক অংশ হিসেবে এ স্মার্ট সেলুনের উদ্বোধন করতে চলেছে সংস্থাটি। লন্ডনের ইস্ট অ্যান্ড স্পাইটালফিল্ডস এলাকার বুরশফিল্ড স্ট্রিটে আমাজন এ স্মার্ট সেলুনের কার্যক্রম শুরু করবে বলে সংস্থাটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

এ সেলুনটিকে ঘিরে ইতোমধ্যে টেক দুনিয়ায় শোরগোল সৃষ্টি হয়েছে। কী কী থাকছে এ স্মার্ট সেলুনে? এ প্রশ্ন হয়তো ইতোমধ্যে অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। প্রথমত সেলুনের অভ্যন্তরে অ্যাগমেন্টেড রিয়ালিটিভিত্তিক অ্যাপ পরিষেবা করা হয়েছে, যেখানে সেবাগ্রহীতারা অ্যাপের সাহায্যে বিভিন্ন হেয়ার স্টাইল কিংবা চুলের রং সম্পর্কে ধারণা পেতে পারেন। বিশেষত চুলের কোনো স্টাইল কিংবা চুলে কোনো রং করলে মুখম-লের গড়নের সঙ্গে কীভাবে যাবে, সেটা সম্পর্কে আগেভাগে সেবাগ্রহীতারা ধারণা পেতে পারেন।

পাশাপাশি রয়েছে পয়েন্ট অ্যান্ড লার্ন নামে এক বিশেষ ধরনের ফিচার, যার মাধ্যমে সেবাগ্রহীতারা যে কোনো সৌন্দর্য পণ্য সম্পর্কে সরাসরি বিস্তারিত ধারণা পাবেন। কিআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে সরাসরি পণ্য ক্রয় করার সুবিধা তো আছেই। এ ছাড়া অত্যাধুনিক স্পা ও ম্যাসাজের সুবিধা তো আছেই।

আমাজন জানিয়েছে, প্রাথমিকভাবে সেলুনটি শুধু তাদের কর্মীরা ব্যবহার করতে পারবেন। তবে ধীরে ধীরে এ স্মার্ট সেলুন সবার জন্য উন্মুক্ত করা হবে বলে তারা উল্লেখ করেছে। এর আগে আমাজন গো গ্রোসারি নামক আরো একটি প্রকল্পের উদ্বোধন করে, যেখানে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কোনো ধরনের ক্যাশিয়ার ছাড়াই মুদি দোকানগুলোকে সচল রাখার ব্যবস্থা করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, আমাজন বৃহত্তর খাতে বিভিন্ন শিল্প-কারখানাগুলোতে প্রযুক্তির ব্যবহার প্রসারিত করতে চাইছে। এজন্য গো গ্রোসারির পাশাপাশি আমাজন স্মার্ট সেলুন প্রকল্প চালু করছে বলে তারা অভিমত পোষণ করেছেন। যদিও আমাজন তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, লন্ডনের বাইরে অন্য কোথাও তাদের এ স্মার্ট সেলুন উদ্বোধনের কোনো পরিকল্পনা নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close