তারুণ্য ডেস্ক

  ২৯ মার্চ, ২০১৭

দক্ষ তরুণ গড়তে ইউটিউব

BDYoungStarz- ইউটিউবের এই চ্যানেলটি বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস জোগাতে নিরলসভাবে কাজ করছে। মূলত বাংলা ভাষাভাষীদের জন্য ইংরেজি শেখার একটি অনলাইন ফোরাম এই BDYoungStarz। এর পাশাপাশি যোগাযোগ, প্রেজেন্টেশন, লিডারশিপ, নেটওয়ার্কিং, ফটোগ্রাফি, স্থাপত্যবিদ্যা, সাংবাদিকতা এবং প্রমিত বাংলা উচ্চারণসহ বিভিন্ন বিষয়ে খুব সহজ ও সাবলীল ভাষায় পরিবেশন করছে বেশ নান্দনিক ভিডিও।

এই অনলাইন ফোরামটির প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির সরকার বলেন, ‘আমাদের তরুণদের মাঝে ইংরেজিভীতি প্রবল। প্রায় ৯ বছর ধরে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা ও যোগাযোগ প্রক্রিয়া শেখাচ্ছি। আমি দেখেছি, কেবল ইংরেজিতে দুর্বলতার জন্য কারিগরি দক্ষতা থাকা সত্ত্বেও অনেকে ভালো চাকরি কিংবা বেতন পায় না। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই কর্মীবাহিনীকে আরো দক্ষ করে তোলার জন্যই মূলত BDYoungStarz তৈরি করি।’

সাব্বির আরো জানান, মূলত তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার উপকরণ তৈরি করাই এই অনলাইন ফোরামটির অন্যতম উদ্দেশ্য। তবে একই সঙ্গে তারা মানুষকে, বিশেষ করে তরুণদের মধ্যে ভালো কিছু করার জন্য উদ্দীপনাও জাগাতে চান। সেজন্য যেসব তরুণ ইতোমধ্যে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছে, তাদের গল্পগুলোও তুলে আনা হচ্ছে BDYoungStarz-এর ভিডিওতে। এতে ইন্টারনেট ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে বা মেয়ে দেখতে পারবে অন্য তরুণদের সফলতার গল্প। এখান থেকেই তারা পেয়ে যাবে সফলতার জন্য পরিশ্রম করার প্রেরণা।

মাত্র কয়েক মাস আগে এই ফোরামটি অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে ইংরেজি শব্দ শেখা, সহজে ইংরেজিতে কথা বলতে পারা, ইংরেজিতে অভিব্যক্তি প্রকাশ, বাংলা ও ইংরেজি উচ্চারণ শেখা, পাবলিক স্পিকিং, নেটওয়ার্কিং, তরুণ উদ্যোক্তা হওয়ার উপায় এবং সাক্ষাৎকারের বিভিন্ন টিপ্স নিয়ে ভিডিও তৈরি করেছে তারা। এছাড়া রয়েছে জাতীয় হ্যাকাথন চ্যাম্পিয়নের সাক্ষাৎকার। আছে সফল

মানুষের গল্প।

ফোরামটির কর্ণধার বলেন, ‘হতাশাগ্রস্ত তরুণরাও আমাদের ভিডিওগুলো দেখে খুঁজে পাবে জীবনের দিশা। নিজেদের জীবন নিয়ে নতুন করে ভাবতে শিখবে। জঙ্গিবাদ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের তরুণদের প্রতি দেশ-বিদেশে এক ধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। আমি মনে করি, BDYoungStarz-এর ভিডিওগুলো দেখলে যেকোনো তরুণই তার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাইবে। দেশ এবং দেশের মানুষের জন্য ইতিবাচক ভাবনার খোরাক পাবে তারা।

রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা কেবল সরকারের নয়। বরং প্রত্যেক সাধারণ নাগরিকেরই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কিছু করা উচিত। আর এমন একটা তাগিদ থেকে নিজের শ্রম, মেধা ও অর্থ দিয়ে তিলে তিলে দ্বার করাচ্ছেন এই ইউটিউব চ্যানেলটি।’

প্রতিষ্ঠার ৭ মাসেই ইউটিউবে প্রায় ২২ হাজার সাবস্ক্রাইবার পেয়েছে BDYoungStarz। এছাড়া সম্প্রতি কানাডার প্রথম ২৪ ঘণ্টার বাংলা টেলিভিশন ‘এনআরবি টিভি’র সঙ্গে BDYoungStarz-এর একটি সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে এনআরবি টিভি BDYoungStarz-এর বিভিন্ন ভিডিও সম্প্রচার করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist