reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০২৪

দিলীপ কির্ত্তুনিয়া

গাছের লাল ফুল

এই ধারাল বসন্তে প্রচুর ফুলের সমাহার গাছে গাছে।

আমার মনে হয়েছে এরা শুধু প্রেমের সিম্ফনি নয়

এরা থোকা থোকা রক্ত।

এদের রং লাল বর্ণ।

এখান থেকেই শুরু হয় চেতনার দিন।

এখান থেকেই শুরু হয় রক্ত দেওয়ার গল্পটা।

এখান থেকেই ক্ষরণের চিত্র।

প্রকৃতি থেকেই পরামর্শ।

ভাবনা জাগানো বসন্ত শিক্ষায়

আমরা প্রচুর রক্ত ঝরাতে পেরেছি।

কৃষ্ণচূড়া পলাশ দেখলে কার বুকে জ্বলে না আগুন!

ফাগুন প্রেমের নয়- দ্রোহের ফাগুন!

গাছে গাছে ফুল ফোটা দেখলাম

আর আমাদের শুরু হলো পথচলা-

গাছের লাল ফুল হলো আমাদের জয়টীকা

এগিয়ে চলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close