reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মার্চ, ২০২৪

আমিরুল হাছান

লাল বিবি

পূর্ব দিগন্তের লাল সূর্য ওঠার মতন তোমার গঠন

রক্তের ধমনীর চলাচল তোমার রূপ বর্ণনায় স্পষ্ট

শ্রদ্ধা ভালোবাসার চোখে তুমি সেরা মনোহর

ইরি আমন আউশ বোরো সবই ছিল তোমার রূপে

তোমার ছোঁয়ায় মেতে উঠত সবুজ শস্যের দানা

খেতের শস্য গ্রহণ করতে তুমি রাজরানির মতন

তোমার হাসির ঝলকে শস্যগুলি পুলকিত হতো

শীতলক্ষার পানি তোমার হাসিতে দূর থেকে হাসত

আহম্মদের নগরে পুঁথি কাব্যের জলসার রানি ছিলে

যেই যুবকটি ছিল উদাসী পুঁথি পাঠের মহাসম্রাট

তার মনের অজান্তে তুমি হলে মহাসম্রাজ্ঞী

তেজস্বী ঘোড়ার পিঠে চরে ঘরের সভায় ভারত্ব আনলে

স্বাভাবিক তুমি ছিলে অনেকের চেয়ে আলাদা

তুমি ছিলে আঙিনায় লাল মাটির মনিকাষ্ণন

তুমি ছিলে একটি রক্তজবা ফুলের কমনীয়

তুমি ছিলে বাগানের লাল গোলাপ

তুমি ছিলে শীতের শেষে ফাল্গুনের শিমুল ফুল

তুমি ছিলে বসন্তের কৃষ্ণচূড়া ফুলের মতন

তুমি ছিলে সত্যিই বিরল এবং বসন্তের পলাশ ফুল

তুমি ছিলে আহম্মদের বিলের লাল পদ্ম ফুল

তোমার হাসিতে মুক্তা ঝরত

তোমার চলন ছিল বহমান শীতল ঝরনার মতন।

তোমার উজ্জ্বলতায় পথ দেখেছিল যেই যুবক

তার সঙ্গেই সাথি হয়ে তোমার এখন সুখবক

তোমার প্রেমের আশীর্বাদে পুঁথিপাঠের মজলিসে

চোখের দেখা আর তোমাদের ইশারার কথাবার্তা

শুভকামনা আর হাসির বিনিময়ে অনুনয় ছিল

তাই তো বিনীত হয়ে দুজন দুজনার হলে

তুমি ছিলে মহারানি মহাসাগর আর তরঙ্গের তরুণী

তুমি ছিলে স্বর্ণের রুপির মতন রূপায়িত রূপসী

ললনাদের ভিড়ে সবার মাঝে তুমি মায়াবতী

তুমি যখন আকাশে তাকাতে সূর্য লুকিয়ে যেত

চাদের দিকে তাকালে চাঁদ হাসত

তারারা অপেক্ষায় থাকত কখন তুমি তাকাবে

লালবিবির ভালোবাসা লাল বিশুদ্ধ রক্তের মতন।

এখনো তোমার প্রেম লোকালয়ে তোমার কথা বলে

তুমি ছিলে বিশ্বাসের আস্তা আর কল্যাণের মাত্রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close