reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মার্চ, ২০২৪

সংবাদ

সুকুমার রায় সাহিত্য পদক পেলেন আলমগীর খোরশেদ

শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় ‘সুকুমার রায় সাহিত্য পদক ২০২৪’ পেলেন কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আলমগীর খোরশেদ। গত ৭ মার্চ কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলায় লেখকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সাহিত্য সংগঠন ‘জেগে ওঠো নরসুন্দা’র উদ্যোগে শহরের খরমপট্টি এলাকায় সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী ছড়া উৎসবে দেশের বিভিন্ন এলাকাসহ ভারত, নেপাল ও ভুটানের কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আলমগীর খোরশেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত। তার প্রকাশিত বই ২৪টি। জন্ম ১৯৬৯ সালে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close