reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০২৪

হাফিজা খানম মুন্নী

তুমি যদি চাও

তুমি যদি চাও

বৃষ্টি ও ঝরনার আগে নদী দেব

এই চোখের হাসি ও ঘ্রাণ ভেসে যাবে

মেঘলা হাওয়ায়- গহিন রাত্রির জলে।

তুমি যদি চাও

ভুলে যাব তীব্র শীতার্ত রাত্রির

শীর্ণ বস্ত্র, দুঃসহ যাপন

ভীষণ একলা-একা দেখব কুহক

বিষণ্ণ বিনিদ্র ভোর।

তুমি যদি চাও

আমার সকল স্বপ্নময় পাণ্ডুলিপি

অপ্রকাশিতই থেকে যাবে আর

পুরোনো বইয়ের প্রচ্ছদ রং হারাবে।

তুমি যদি চাও

কুয়াশা জড়ানো ভোরের মতোই অস্পষ্ট থাকব

চিরকাল-

শুধু কখনো ভুলিতে বলো না তোমাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close