reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৩

শারমিন সুলতানা রীনা

কাগজের ফুল

আমিতো ছিলাম কাগজের ফুল

তুমি তাতে দিলে প্রাণ

তোমার ছোঁয়ায় ছড়িয়ে গেল

তন্দ্রাচ্ছন্ন ঘ্রাণ

যত বলি কথা ততো জাগে তৃষা

আঁধার কেটে হয় ভোর

প্রভাতের রাঙা সূর্য কখন

উঁকি দেয় খুলে দোর

দুই দিগন্তে দুইজনের বাস

মাঝে অদৃশ্য দেয়াল

হৃদয়খানি তোমার কাছে

করেছো কখনো খেয়াল

আমার রাত্রি সামনে দাঁড়ালে

তোমার তখন দিন

বিনি সুতো দিয়ে মুখরিত কথায়

রয়ে যায় শুধু ঋণ

এখন আমার সময়গুলো

জ্বলে পুড়ে ক্ষণে ক্ষণে

কবে তুমি এসে সামনে দাঁড়াবে

ভাবি তাই মনে মনে

বিরহ আগুন দিও নাকো আর

লাগে না ভালো একা

প্রিয় ভালোবাসা কবে ছুটি হবে

কবে পাব তোমার দেখা

জীবনের সব অতৃপ্ততার

হয়ে যাক অবসান

আমাদের দুজনের দুটি সত্তা

এক দেহ এক প্রাণ...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close