reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০২২

রেজাউদ্দিন স্টালিন

ক্রুশজন্ম

যুদ্ধের কোনো পুত্র-কন্যা নেই,

তবুও নিয়ত জন্মায় দেশে দেশে।

যিশুরও নেই সন্তানসন্ততি-

তবু ক্রুশগুলো জন্মায় প্রতিদিন,

পিলাতেরা সব ঘুরছে ছদ্মবেশে।

গলগথা থেকে কারবালা যত দূর

হাম্বুরাব্বি- হানিবল তত কাছে।

ক্রুরুক্ষেত্র ও ক্রুসেডে মানুষ ভীত-

ট্রয়ের যুদ্ধে গ্রিকরাই পরাজিত,

মানবেতিহাস দুই ভাগ হয়ে আছে।

সব প্রাণী বোঝে প্রেমের সান্ধ্য ভাষা,

দেবতারা শুধু অনুবাদ করে পড়ে।

একুশ শতকে কেন এ দুর্বিপাক-

হাতি হেরে যায় পালকে পাথর দেখে,

আবাবিল হাসে আবরাহা নির্বাক।

সব ইতিহাস কবিতার কাছে ঋণী,

কবিদের ঋণ রক্তের অক্ষরে।

স্বপ্ন দাঁড়ায় যুদ্ধের মুখোমুখি-

প্রেম দাঁড় টানে কোটি জন্মান্তরে,

ইউলিসিস কি ফিরবে কখনো ঘরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close