সালমা সুলতানা

  ২৭ আগস্ট, ২০২১

ওখানে আকাশ ছিল

এভাবেই একদিন সব কথা হয়ে যাবে শেষ,

ভুলে যাব, ওখানে আকাশ ছিল অনিঃশেষ।

ভুলে যাব, ওখানে দিগন্ত ছিল একার আমার,

নির্ভয়, নির্ভার ছুটে বেড়াবার।

এখানে বৃষ্টি নেই! আছে আগুন, আছে দহন

এখানে কানন নেই! আছে ঝড়, অরণ্য গহন।

এখানে পাথর-প্রতিমা, ওখানে পাথর-সময়

এখানে আকাশ সঘন, ওখানে ভগ্ন নিলয়।

ওখানে অনুযোগ খুব, ওখানে অবলা অবেলা

ওখানে অভিযোগ খুব, ওখানে? নিখাদ হেলা

তাই, মুছে দেবো অলিন্দের অন্তরিত সুর,

নির্ভার করে তারপর, চলে যাব দূর, বহুদূর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close