নুসরাত সুলতানা

  ১৬ জুলাই, ২০২১

বৃষ্টির অভিধান

প্রেমিকের কাছে বৃষ্টি মানেই, কফির মগ হাতে নিয়ে

‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে’ শুনতে শুনতে,

প্রেমিকার সাথে কল্পলোকে বৃষ্টিতে অবগাহন।

ভোজনরসিকের কাছে বৃষ্টি নিয়ে আসে

খিচুড়ি, মাংস আর রুপোলি ইলিশ ফ্রাই

সজ্জিত ডাইনিং টেবিল।

ঢাকার রিকশাশ্রমিকের কাছে বৃষ্টি

এক আশঙ্কার নাম

আজ রিকশা চালাইতে পারুম তো!

ঘরে চাল নাই, বস্তিতে উঠে গেছে পানি

পোলাপান লইয়া খামু কি!

কারো কারো কাছে বৃষ্টি মানে

প্রিয়জনের কবর খুঁড়তে না পারার সুতীব্র কষ্ট।

আমার কাছে বৃষ্টি মানে

রুপোলি শৈশবের স্মৃতিতে ভেসে যাওয়া;

বৃষ্টিতে ভেজা, পছন্দের খাবার এবং

মায়ের কবরের জন্য উৎকণ্ঠা

ভেঙে যায়নি তো বৃষ্টিতে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close