ফারহানা ইলিয়াস তুলি

  ২২ জানুয়ারি, ২০২১

ঢেউহীন সমুদ্রের কাছে

স্থির হয়ে আছে শৈশব। স্থির হয়ে আছে বিকাল।

সূর্য ডুবতে চেয়েও পারছে না স্পর্শ করতে

আনুগত্যের সিঁড়ি। কিংবা ভাঙন সম্পন্ন করে যে ঢেউ

ফিরতে চাইছে পশ্চিমে তার হাতেও কেউ পরিয়ে দিচ্ছে

হাতকড়া। বালি ও বর্ষণের মাঝখানে লুটিয়ে পড়ছে

প্রেমের উজ্জ্বল চুক্তিপত্র।

সমুদ্র সব সময়ই ভঙ্গ করে ঢেউয়ের সঙ্গে তার

অলিখিত চুক্তি। যারা স্পিডবোট সাজিয়ে মধ্যসমুদ্র

সফরে বেরোয়, তারা সেই বেদনা দেখে আহত হয়।

ভ্রমণকামী পাখিরা সমুদ্রের নীল ছুঁয়ে উড়তে উড়তে

পরখ করে ঐক্যের মূল্য এবং দামের মৌলিক পার্থক্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close