অনলাইন ডেস্ক
২৭ নভেম্বর, ২০২০
ধান
আবিদ আউয়াল
সকালের কাঁচা রোদে মাঠে মাঠে ধানখেত হাসে
রূপসীর মতো মুগ্ধ সোনাধান পেকে ঝরে মাঠে
------
আমার গাঁয়ের চাষি সেই সে ধান কাটে উল্লাসে
নতুন বাড়ির বধূ সে ধান শুকায় রৌদ্রপাঠে
তপ্ত রোদ চোখে মেখে সেই সকাল থেকে বিকাল
ধান শুকানোর কাজ করে যায় অবহেলা নেই
সেই তীব্র রোদে পুড়ে হাসিমাখা কুমারীর গাল
সঙ্গে মায়ের কপাল, তবু নজর থাকে ধানেই
চাষিদের মতো খুশি মা ও বধূ, কুমারীর মন
ক্লান্ত কপালের ঘামে গোলা ভরে সোনামাখা ধান
দশের দেশের ক্ষুধা মিটে পরে মনের মতন
আর বাউলের কণ্ঠস্বরে হাসি মুখে আসে গান
মাঝে মাঝে সেই ধান চাষিদের স্বপ্ন নেয় ছিঁড়ে
আনন্দ ফুরিয়ে যায় গোধূলির আঁধারের ভিড়ে।
"