অদ্বৈত মারুত

  ২৪ জুলাই, ২০২০

বর্ষার কবিতা

অন্ধকার হয়ে আছে আজ দিবসের আলো।

ঘরে, ঘরের বাইরে, বনাঞ্চলে তুমুল হাহাকারে

সুশোভিত চিত্রকুটির, হলঘর, প্রসুন রেস্তোরাঁ

ঠান্ডা বাতাবিলেবু, ভিজতে থাকা বর্ণিল গম্বুজ

তুলতুলে নরম শিশুর দুচোখও ঘন অন্ধকারে

ভিজে যাচ্ছে বর্ষায়। নিশ্চল ঠোঁটের অস্বীকার

যুগলবন্দি কামার্তের ঘাম, মাঝরাতের স্নানঘর

ভাগাড়ে কলহকারণ কুকুরের আর সব ব্যস্ততা

ধ্বনিত বৃষ্টিতে অনুজ্জ্বল বেলায় ভেসে যাচ্ছেÑ

কারও চুলের বুরুজ, স্তনমিনার, সরল দেহের ভাঁজ।

বর্ষায় আকাশ-ই দেখি। পাড়া মাথায় নিয়ে আছে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close