একটি তামসী কায়া বরাবর

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

আশরাফুল কবীর

পথের বাঁক হারিয়ে ফিরে আসার প্রয়োজন

আজ অনেকটুকু ফুরিয়েছে; বেলাবসানে

জীর্ণ আর রুগ্ণ হয়েছে সকল প্যান্ডারুসীয় কৌতূহল

শুধুমাত্র অনুসন্ধিৎসার ছোঁয়াটুকু

অমোচনীয় ক্ষত হয়ে প্রলম্বিত হয়েছে

একটি তামসী কায়া বরাবর।

হেমন্ত কেটে যায় প্রচ- উচ্ছলতায়;

দেবালয় থেকে বহু ক্রোশ দূরে

নিভৃত কুটিরখানি অলক্ষ্যে আর অগোচরে

সদা নিভৃতেই থেকে যায়।

বহুদিন হয়ে গেল, হলো বহুকালের পার

শীত-বসন্তের পালাবদল আর কত আর?

পেইন্টিংস আর পোর্র্ট্রেটের ঝড় ফেলে আসি পিছু

হেমন্ত যায় শীত আসে ফেলে ছাপ কিছু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close