অরণ্য রেযা

  ০৯ মার্চ, ২০১৮

কবিতা সূত্র

আমি কবি নই।

কবিতার লোক নই।

কবিতা যে ভালোবাসি তাও না।

তবু আমি জানি, এই দেশে কবিতারা রাজত্ব করবে একদিন।

এই দেশের মানুষ ফুল ভালোবাসে না কিন্তু ফুলের ব্যবহার

কম করেওতো ছাড়ে না।

একদিন কবিতা ফুল হয়ে ফুটবে। মানুষ সেই ফুলের ব্যবহার

করে যাবে অবিরাম। কবিতায় কোর্টের রায় দেওয়া হবে।

কবিতায় চিকিৎসাপত্র লেখা হবে।

কবিতায় বক্তৃতা দেওয়া হবে মঞ্চে জনসভায়।

মিছিল সেøাগান ভরে যাবে কবিতায়।

ছুটির আবেদন কিংবা অর্থ মঞ্জুরের দরখাস্ত লেখা হবে কবিতায়।

রাষ্ট্রের গোপন যড়যন্ত্রগুলো হবে কবিতায়।

কূটনৈতিক আলোচনা হবে কবিতায়।

শুধু মানুষের মগজে একবার ঢুকিয়ে দিতে পারলেই হলো-

কবিতা স্বার্থ আদায়ের এক গোপন সূত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist