শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

শাহজাদপুরে তুচ্ছ ঘটনায় হামলায় আহত ৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে শিশুদের খেলাকে কেন্দ্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ৪ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও তার ভাতিজা জড়িত বলে জানা গেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার পোতাজিয়া মধ্যপাড়া গ্রামের ভ্যানচালক দিনেশ মালাকারের মেয়ে তার বাড়ির পাশে বরই কুড়াতে যায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে মোরেশেদ আলী ভোলা, মানিকসহ তার সহযোগীরা বাড়িতে ঢুকে হাতুড়ি দিয়ে দিনেশ মালাকারের স্ত্রী লিপি রানী দাশ (৪২), মেয়ে শান্তনা রানী দাস (২২), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অন্তরা রানী দাস (২০), দিশা দাসকে (১২) বেদম মারধর এবং তাদের শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং কানের রিং ও মালা ছিনিয়ে নেয়। এদিন বিকেলে আহতদের পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহততের বাবা ভ্যানচালক দীনেশ দাস গতকাল শনিবার সাংবাদিকদের জানান, চেয়ারম্যান হাজী আলমগীর জাহানের ভাতিজা মূর্শিদ আলীর সঙ্গে আগে থেকেই বাড়ি নিয়ে তাদের বিরোধ চলছে। সেই বাড়ি নিয়ে তারা প্রতিনিয়ত আমাদের পরিবারকে হুমকি প্রদর্শন করে আসছে। সামন্য ঘটনাকে কেন্দ্র করে তারা আমার পরিবারের ওপর হামলা করে। হামলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্তনা ও সরকারি কলেজের ছাত্রী অন্তরা দাসের ডান হাতে জখম হওয়ায় তারা পরীক্ষা দিতে পারবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close