নিজস্ব প্রতিবেদক

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

ডেঙ্গু জ্বরে এক দিনে মৃত্যু ২ হাসপাতালে ২৪২

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুজন। এ নিয়ে চলতি বছরে ১৭ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর ৬১ জনের মৃত্যু হয়েছে। গতাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৪২ জনের মধ্যে ৫৭ জন ঢাকার বাইরে এবং বাকি ১৮৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ২২৯ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসে এ পর্যন্ত ৭ হাজার ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮, জুলাই মাসে ২ হাজার ২৮৬, জুন মাসে ২৭২ এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close