দিনাজপুর প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

ম্যাপিংয়ে মিলবে গণহত্যার তথ্য

দিনাজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্প গণ্যহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্রের আয়োজনে গণহত্যার জন ইতিহাস এবং ডিজিটাল ম্যাপিং শীর্ষক সেমিনার হয়েছে। গতকাল সোমবার এই সেমিনার হয়। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের সহসভাপতি অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাসের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ছাইয়েদুল হক। তিনি বলেছেন, এতে ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর হাতে নিহত মানুষজনের প্রকৃত ও নতুন তথ্য পাওয়া যাবে।

মূল প্রবন্ধ পাঠ করেন গণহত্যা জাদুঘর খুলনার ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের। আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আলী ছায়েদ। স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন ইমরান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক আশা লতা। মূল প্রবন্ধকার গণহত্যা জাদুঘর-খুলনা ট্রাস্টি সম্পাদক ডা. চৌধুরী শহীদ কাদের বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে ৬৪টি জেলায় গণহত্যা ও নির্যাতনে নির্মম সাক্ষী ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই গণহত্যা ও নির্যাতনের চিত্র নিয়ে দেশবরেণ্য ড. মুনতাসীর মামুন ইতিহাস সম্মিলনী গবেষকদের নিয়ে সারা দেশে জরিপ করে প্রকৃত মুক্তিযুদ্ধ ও গণহত্যা এবং নির্যাতনের চিত্র তুলে ধরে পুস্তিকা আকারে প্রকাশ করেছেন। এবার আইডি সেক্টরে ডিজিটাল ম্যাপিং হিসেবে সেই তথ্য প্রকাশ পাবে। এ ধরনের ডিজিটাল ম্যাপিং কার্যক্রম বহির্বিশ্বে এবং বাংলাদেশে এটাই প্রথম। এ সেমিনারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুর জেলার গবেষকরা অংশগ্রহণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close