বেনাপোল প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২১

বাংলাদেশকে ৫ প্রশিক্ষিত কুকুর দিল ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচটি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত মঙ্গলবার বিকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. এনামুল হকের কাছে বেনাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডে এই কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর অফিসার মেজর মো. এনামুল হক বলেন, ‘ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে এনে রাখা হয়। বিকালে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে আমাদের হাতে তুলে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছিল।’ জানা গেছে, এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো সাভার সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close