মনোনীতা চক্রবর্তী

  ২৫ আগস্ট, ২০১৭

প্রচ্ছন্নে শরৎ

আমার ইচ্ছেগুলো রোজ এক্কাদোক্কা খেলে তোমাদের উঠোনে...

কখনো কোনো বার্ধক্য ছোঁয়নি ইচ্ছে নূপুরে কিংবা

তোমাদের বোগেনভিলিয়া অথবা প্রিয় রঙ্গনে!

আশ্বাসে-বিশ্বাসে!

হৃদয় থেকে রক্তক্ষরণ এরপরও

যথারীতি কবিতা শুনছে ব্লিডিং-হার্ট!

বব ডিলানের সাথে গোলাপের গুনগুন!

ভারি আশ্চর্যে ছেয়ে আছে সবটা!

গাছ ছেয়ে কামরাঙা হলদে কামরাঙা!

ছোট্ট একটি দ্বীপের মতো এসেছিল মালিনীর ভালোবাসায় আমার কাছে!

আমাদের জড়িয়ে আছে কী নিপুণ!

রাঙা সাজে অভিষিক্তা যেন

আলতা রঙা কলজে নিয়ে!

এত এত রং থাকতে শুধুই প্রিয়তম লাল

আর লাল!

বাইরে বাইরে যাই থাক

ভেতরটা প্রিয় সেই গাঢ় রক্তবর্ণা!

নাহ! রক্ত নেত্রাং-মুক্ত কেশিং নয়

সোহাগী লাল!

ধমনির ভেতর ওড়না উড়িয়ে

লু-হাওয়ায় নেচে ওঠা কিশোরী বুকের ঘন মায়া!

আমি দিশেহারা ঘুমের ভেতর

ঘুমের বাইরে...

দিকশূন্য অস্থির নাবিকের মতো!

নিবিড় দ্বীপে দাঁড়িয়ে জ্বেলেছি ঐশ্বরিক দ্বীপ...

কোনো পুজো নয়

কোনো আরতি নয়

কোনো ধূপ-চন্দন নয়

শুধু আলো জ্বেলেছি...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist