কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৭

শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়াইপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানার দুই সহ¯্রাধিক শ্রমিক তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সকাল সাড়ে ১০টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে শিল্প-পুলিশ পৌঁছে শ্রমিকদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কমপক্ষে ২৫ শ্রমিক আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শিল্প পুলিশ গাজীপুর-২এর ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, প্রথমে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist