কক্সবাজার প্রতিনিধি

  ২১ জুলাই, ২০১৭

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ৪র্থ শ্রেণি কর্মচারী (দফতরি) নিয়োগে অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে অভিযোগে মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও), মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ জুলাই) ইউএসইও উলফাত জাহান জিনিয়া, প্রধান শিক্ষক আকতার হোসাইন, পরিচালনা কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী ও বিদ্যালয়ের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে বোডিং পাড়া এলাকার দদারুল ইসলাম এই মামলা করা হয়। মামলার সূত্রে জানাযায়, মগনামা উচ্চ বিদ্যালয়ের দফতরি নিয়োগের সংবাদে দিদারুল ইসলাম নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে গত ১৩ জুলাই এবং বিকাল ৩ টায় স্বাক্ষাৎকারে উপস্থিত হয়ে ১ম স্থান অধিকার করেন। তার পর স্কুলের প্রধান শিক্ষক আকতার হোসাইন দিদারকে অফিসে ডেকে ৫০ হাজার টাকার ঘুষ দাবী করেন। দিদার প্রধান শিক্ষকের কথা মতো ৫০ হাজারের বিপরীতে ২০ হাজার টাকা প্রধান শিক্ষককে প্রদান করেন। উক্ত ঘুষ দাবীতে কমিটির সভাপতি ও শিক্ষা অফিসারের পূর্ণ সমর্থন ছিল এবং তারাও ৫০ হাজার টাকা ঘুষ দিতে বাদীকে চাপ দেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এদিকে বাদী ৩০ হাজার টাকা পূরণে অপারগতা প্রকাশ করায় দিদারকে অফিস কক্ষ থেকে বের করে দেন প্রধান শিক্ষক। পরে এই পদে রবিউল আলম নামে এক জাল সনদদারী ব্যক্তিকে ৭০ হাজার টাকা ঘুষের বিনিময়ে চূড়ান্তভাবে মনোনীত করেন। স্কুল পরিচালনা কমিটির নাম প্রকাশের অনিচ্ছুক বেশ কয়েকজন সদস্য উক্ত নিয়োগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এই ঘটনাটি প্রধান শিক্ষকের সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist