নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

হবিগঞ্জের নবীগঞ্জ

নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ ফসলি জমির মাটি খনন

* নদীতে বাঁধ নির্মাণ করা অবৈধ কাজ। দ্রুত অভিযান চালিয়ে এদের আইনের আওতায় আনা হবে- দাবি ইউএনওর

হবিগঞ্জের নবীগঞ্জে এরাবরাক নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করে ফসলি জমি খনন করছে একদল প্রভাবশালী। ট্রাক্টর দিয়ে উপজেলার সরকার বাজার ও গোপলার বাজার আঞ্চলিক সড়ক দিয়ে বৈটাখাল গ্রামের ফসলি জমি থেকে মাটি বিক্রি হচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন বলছেন এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বৈটাখাল গ্রামের অবৈধভাবে ও সরকারী আইনকানুনের তোয়াক্কা না করে একশ্রেণির মাটি ব্যবসায়ীরা মাটি খনন করছে। এতে ফসলি জমির ক্ষতি সহ নদীতে বাঁধের ফলে বর্ষা মৌসুমে বন্যার পানি আটকের ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে স্থানীয়দের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, এলাকার কিছু পাতি নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে এসব অবৈধ ফায়দা হাসিল করছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, বিষয়টি আমি জেনেছি ও দেখতেছি।

এদিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ কুমার দাশ (অনুপ) বলেন, ফসলি জমি খনন ও নদীতে বাঁধ নির্মাণ করা অবৈধ কাজ। দ্রুত অভিযান চালিয়ে এদেরকে আইনের আওতায় আনা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close