চট্টগ্রাম ব্যুরো

  ২৯ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম আদালত

গাড়িতে তোলার সময় পালায়ন, তিন ঘণ্টা পর গ্রেপ্তার

চট্টগ্রামে আদালত থেকে পালানোর তিন ঘণ্টা পর নগরীর হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চেক প্রতারণা মামলায় ৬ মাসের কারাদণ্ড পাওয়া আসামি সাইফুল করিম খানকে (৪৫) গ্রেপ্তার করেছে বন্দর থানা-পুলিশ। তবে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের হালিশহর এলাকা থেকে আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ শহিদুল ইসলামের আদালত থেকে গাড়িতে তোলার সময় পালিয়ে যান আসামি সাইফুল। তিনি চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসিন্দা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের মজুমদার বলেন, ‘আদালত থেকে পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি সাইফুল করিম খানকে বিকেল সাড়ে তিনটার দিকে নগরের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নগরের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close