রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৪ জুন, ২০২৩

রাজারহাটে বিল রক্ষায় মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবস্থীত ঐতিহ্যবাহী চাকিরপশার বিল ও প্রান্তিক কৃষক রক্ষা কমিটির আয়োজনে বিলটির উপকন্ঠে রেজিয়া বেগম ক্বওমি মাদরাস্ াসংলগ্ন স্থানে শনিবার(৩ জুন) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিলের অভ্যন্তরের প্রায় শতাধিক ভূমি মালিক ও স্থানীয় রাজনৈতিক নেতা,ও সাধারন মানুষ এতে অংশ গ্রহন করেন।

এসময় বক্তরা বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল প্রশাসনকে ভুল তথ্য দিয়ে ঐতিহ্যবাহী চাকিরপশার বিল ও রেকর্ড কৃত ভূমি নদে পরিনত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাদের এই চক্রান্তকে রুখে দিতে সকলের প্রতি আহবান জানান হয়। বক্তারা চাকিরপশার বিলের উজানে খনন কৃত নালায় ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের উপযুক্ত ক্ষতিপুরন দাবী করেন।

এসময় বক্তব্য রাখেন কমিটি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (আবঃ) ইউনুস আলী, জেলা পরিষদ সদস্য এনামুল হক, আওয়ামীলীগ নেতা আজগার আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close