প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ মে, ২০২৩

ভূমি সেবা সপ্তাহ শুরু

‘ভূমি কার্যালয়ে আর মানুষকে হয়রানি হতে হবে না’

* সেবা বাড়ানোর প্রত্যয়ে গতকাল বর্ণাঢ্য উদ্বোধন। আগামী ২৮ মে পর্যন্ত চলবে এ সেবা * অফিসে না গিয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, নকশা ডাউনলোডসহ সব ধরনের সেবা পাওয়া যাবে।

দ্রুত ও কাঙ্ক্ষিত সেবার উদ্দেশ্যে দেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। গতকাল সোমবার বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন করা হয়। আগামী ২৮ মে পর্যন্ত চলবে এই সেবা।

প্রশাসন ও ভূমি কার্যালয়ের আয়োজনের গতকাল উদ্বোধনী আয়োজনের মধ্য ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ইত্যাদি। প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর : রংপুর জেলা প্রশাসকের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইব্রাহিম খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, স্থানীয় সরকার বিভাগীয় পরিচালক ফজলুল কবির, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ সংবাদকর্মীরা।

মৌলভীবাজার : শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার -৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক প্রমুখ।

জয়পুরহাট : আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন প্রমুখ।

নাটোর : নাটোরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নূরে আহম্মদ মাসুম, সদর ইউএনও শারমিন আরা সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ মকসেদ আলী মোল্লা, সদর সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবীব, অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলোকসহ অন্যরা।

ঝালকাঠি : গতকাল সকালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। পরে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা মৌরি, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও ইউএনও সাবেকুন নাহার।

সভায় আমির হোসেন আমু বলেন, ‘ভূমি অফিসের এখন আর মানুষকে হয়রানি হতে হবে না। অফিসে না গিয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, নকশা ডাউনলোডসহ সব ধরণের সেবা পাওয়া যাবে। ভূমি আমাদের প্রধান সম্পদ, এই ভূমির ওপর ভিত্তি করে আমরা বেঁচে আছি।’

ভোলা : সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, সদর ইউএনও মো. তৌহিদুল ইসলাম, সদর এসিল্যান্ড মো. আলী সুজা, ভোলা প্রেস ক্লাবের সম্পাদক অভিতাভ রায় অপু।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউএনও ইমরান শাহরীয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মো. আসসাদিকজামান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা জেসমিন বেগম, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিমসহ অন্যরা।

দশমিনা (পটুয়াখালী) : উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেী- পরিবহন মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা, ইউএনও নাফিসা নাজ নীরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আজিজ, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি। 

আক্কেলপুর (জয়পুরহাট) : উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন, থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : উপজেলার অনুষ্ঠানে ছিলেন ইউএনও দীপক কুমার দেব শর্মা, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম তমাল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশতাকুর রহমান, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শওকুল ইসলাম, সাংবাদিক মো. রফিকুল হায়দার টিটু, সারোয়ার হোসেন শাহীনসহ অন্যরা।

হাজীগঞ্জ (চাঁদপুর) : অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও মো. রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, সার্ভেয়ার মো. কাজল মিয়া, প্রধান সহকারী শ্যামলী রানী শীল, নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিল।

ফুলবাড়ী (দিনাজপুর) : উপজেলার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, সাব-রেজিস্ট্রার অশোক কুমার বসকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মধুখালী (ফরিদপুর) : উপজেলায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী, উপসহকারি ভূমি কর্মকর্তা মো. আমিরুল ইসলাম প্রমুখ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ আমিমুল এহসান খান, সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : আলোচনা সভায় ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল কাইয়ূম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম শাহিনুজ্জামান শিশির, শিক্ষা কর্মকর্তঅ সৈয়দা নার্গিস আক্তার।

আত্রাই (নওগাঁ) : ভূমি কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, যুব উন্নয়ন কর্মকর্তঅ এস এম নাসির উদ্দিনসহ অন্যরা।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় আলোচনা সভা বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, ইউএনও মো. এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার প্রমুখ।

বেলাব (নরসিংদী) : অনুষ্ঠানে ইউএনও আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সমশের জামান ভূঁইয়া রিটন, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাসহ অন্যরা।

ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। উপস্থিত ছিলেন ইউএনও সীমা রানী ধর, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, থানার ওসি মো. আশিকুজ্জামান, উপজেলা জেপির কার্যনির্বাহী সভাপতি মো. মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দার প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) আফরোজা আফসানা, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, থানার ওসি মাহমুদুল হাসান প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল) : আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও শাকিলা বিনতে মতিন, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, সাব-রেজিস্টার উম্মে সালমাসহ অন্যরা।

আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, ইউএনও মো. মুসফিকুল আলম হালিম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরামসহ অন্যরা।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মো. শাহীদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন।

ভাঙ্গা (ফরিদপুর) : উপজেলায় আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও আজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভূইয়া, ওসি মো. জিয়ারুল ইসলাম।

ডিমলা (নীলফামারী) : ভূমি কার্যালয়ের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভূমি অফিসের প্রধান সহকারী (ভারপ্রাপ্ত) মফিজুর রহমান, সার্ভেয়ার আনিছুর রহমান ভূঁইয়াসহ অন্যরা।

নবাবগঞ্জ (দিনাজপুর) : ভূমি কার্যালয় আওয়াজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও এম এম আশিক রেজা, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রমুখ।

সোনাতলা (বগুড়া) : সোনাতলায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও সাঈদা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী ও প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল।

ফুলপুর (ময়মনসিংহ) : ফুলপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও এম সাজ্জাদুল হাসান, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার অমিত রায়, থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close