চৌগাছা (যশোর) প্রতিনিধি
১৯ মার্চ, ২০২৩
ইট পড়ে প্রাণ গেল শিশুর

যশোরের চৌগাছায় একটি ভবন থেকে ইট পড়ে শ্রেয়া বালা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে মাইক্রোস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটির তার মায়ের সঙ্গে কোচিং শেষে বাড়ি ফিরছিল। হঠাৎ চারতলা ভবন থেকে একটি ইট শিশুটির মাথার ওপর পড়ে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিল্লাল হোসেন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন