বান্দরবান প্রতিনিধি
জমি নিয়ে বিরোধ
জুমচাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ

বান্দরবানের থানচিতে জমি নিয়ে বিরোধের জেরে মংক্যচিং মার্মা নামের এক জুমচাষিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ মার্চ) সকালে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের খোয়াছুংক্ষ্যং ঝিরি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
মংক্যচিং মার্মা উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে রেমাক্রী ইউনিয়নের বড় মদক ভিতরপাড়া এলাকায় জুমচাষি মংক্যচিংয়ের সঙ্গে প্রতিবেশীর জায়গা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মংক্যচিংকে ধারালো দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধারে।
রেমাক্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা জানান, জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মংক্যচিংকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। জায়গাটি দুর্গম। সেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় ওই এলাকার কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।
হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, রেমাক্রী ইউনিয়নের দুর্গম এলাকায় জমিবিরোধের জেরে এক জুমচাষিকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। মরদেহ নিয়ে আসার পর তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
"