প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জুন, ২০২২

আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

মাগুরা : মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু। বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মুন্সী রেজাউল হক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি শহিদুল ইসলাম আবু, অ্যাড. সুলতান আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সহসভাপতি আমিনুর জামান রিংকু, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল প্রমুখ।

নোয়াখালী : নোয়াখালীতে দিবসটি উপলক্ষে জেলার আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিমের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুািক্তযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, চেম্বারের সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।

রাজবাড়ী : রাজবাড়ীতে দলীয় কার্যালয় থেকে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সহসভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শহরের মুক্তির সোপানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার, আলহাজ্ব দানি উল হক মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বণার্ঢ্য র‌্যালি রেব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনের জুবলি সড়কে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিল্পব প্রমুখ।

নরসিংদী : নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। আওয়ামী লীগ অফিসের সামনে শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুর পরিচালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুস্পঅর্পন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন ভুইয়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সদস্য হাবিবুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইর পৌরসভা কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়েদুল হক, পৌর মেয়র আবু নাঈম বাশার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি. শাহাদত হোসেন, তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলী, ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভুইয়া, বায়রা ইউপি চেয়ারম্যান জিন্নাহ লাঠু, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, জামসা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান ও চারিগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন প্রমুখ।

চিলমারী (কুড়িগ্রাম) : চিলমারীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বণার্ঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নুল আবেদীন যুবরাজ, জয়নুল আবেদীন, আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সম্পাদক জামিনুল ইসলাম, আবু হানিফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, রহিমুজ্জামান সুমন, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, তথ্য, গবেষণা বিষয়ক সম্পাদক এস এম নুরুল আমিন সরকার প্রমুখ।

খানসামা (দিনাজপুর) : খানসামায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোস্তফা আহম্মেদ শাহ’র সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।

তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় বক্তব্য দেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান, হোসনেয়ারা পারভীন লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, যুবমহিলা লীগের সভাপতি শায়লা পারভীন প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দিতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ দাউদকান্দি মেঘনা আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়াপ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন সিকদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি মো. রকিব উদ্দিন রকিব প্রমুখ।

কিশোরগঞ্জ (নীলফামারী) : কিশোরগঞ্জে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সেক্রেটারী মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা আ.লীগের সভাপতি শিল্পী রাণী রায়, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রাশেদুর রহমান রাশেদ, ছাত্রলীগ সভাপতি মায়নুল আরেফিন সপু ও সেক্রেটারী মেহেদি হাসান জেভি প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং লাকসাম পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. ইউনুছ ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি মজুমদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস প্রমুখ। অন্যদিকে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সহসভাপতি মাষ্টার সোলাইমান, সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল বাশার মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, দপ্তর সম্পাদক শহিদ উল্যাহ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বাঙ্গালী, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা কুসুম, উপপ্রচার সম্পাদক শেখ বাবুল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল ওহাব, চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল মজিদ খান রাজু, আশিকুর রহমান হিরণ, আল আমিন ভুঁইয়া, আবদুল হান্নান হিরণ, আবদুল মান্নান চৌধুরী, ইকবাল হোসেন প্রমুখ।

হিলি (দিনাজপুর) : হিলি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয় এর পরে কেককাটা হয়। উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশীদ, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর উপজেলা জাতীয় শ্রমীক লীগের সভাপতি গোলাম মোরশেদ, ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম ও আবু সুফিয়ান প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : আত্রাইয়ের সাহেবগঞ্জ দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় সম্পাদক আক্কাছ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, এবাদুর রহমান প্রামানিক, যুগ্ন সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুবলীগ সভাপতি হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, মহিলা লীগ সভাপতি মমতাজ বেগম, শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম কালু, সম্পাদক সরদার সোয়েব, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারীতে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ¦ জহিরুল ইসলাম প্রধান, সাজ্জাদ সেলিম, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, দপ্তর সম্পাদক আবু তালেব, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনুর বিপ্লব প্রমুখ।

আমতলী (বরগুনা) : আমতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এম এ কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম মৃধা, আখতারুজ্জামান খান বাদল, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি, আওয়ামীলীগ নেতা আব্দুল হক. আব্দুস সোবহান খান, দিলসাদ পারভেজ মাহবুব রিপন তালুকদার, জাহিদুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা, আব্দুস সোবহান লিটন, ছাত্রলীগ সভাপতি মো. মাহবুব ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।

বীরগঞ্জ (দিনাজপুর) : বীরগঞ্জে উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপত্তিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর ইসলাম নূর, বীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু প্রমুখ।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ। উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক সেলিম উদ্দিন বগা, দপ্তর সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, যুবলীগের দপ্তর সম্পাদক রকিবুল হাসান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, সাবেক প্রচার সম্পাদক উসমান আলী প্রমুখ।

ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে পৌর-শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ বেনজির আহমেদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র আলহাজ¦ গোলাম কবির মোল্লা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাখু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ মাসুদ লাল্টু, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশীদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহসভাপতি এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা, পৌর মেয়র মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ. গণি, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফূল দিয়ে কর্মসূচীর শুভ সুচনা করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, সহসভাপতি জাকারিয়া ইসলাম জুয়েল প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : কোটালীপাড়ায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, শ্যামল কান্তি বিশ্বাস, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন প্রমুখ।

মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, শামীমা আক্তার জেসমিন, মিঠাপুকুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক ভিপি কামরুজ্জামান কামরু প্রমুখ।

ধোবাউড়া (ময়মনসিংহ) : ধোবাউড়ায় একটি বর্ন্যাঢ্য র‌্যালি বের করে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্থবক অর্পণ করা হয়েছে। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, সহসভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু সালেক টিপু প্রমুখ।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ফুলবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহসভাপতি ময়েজ উদ্দিন তরফদার, অ্যাড. আবুল কাশেম মুসা, মুমিনুল ইসলাম, ডা. তোফাজ্জল হোসেন, অধ্যাপক আবুল হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুগ্ন সাধারণ সম্পাদক, মজিবুর রহমান খান, আবু কাউসার মিলন, সাংগঠনিক সম্পাদক, শামসুল আলম বাবলু, তাজুল ইসলাম বাবলু চেয়ারম্যান, কেরামত আলী জিন্নাহ, কৃষক লীগের আহবায়ক মাসুদ আলম লিটন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামরুজ্জামান জামান, তাতীলীগে বিল্লাল হোসেন, যুবলীগের মঞ্জুরুল হক রাসেল প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়া শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি কেক কাটা হয়।

মধুপুর (টাঙ্গাইল) : মধুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা খান বাবলু, আবুল কালাম আযাদ, হেলাল উদ্দিন, মধুপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, অধ্যক্ষ নাসির উদ্দিন খান প্রমুখ।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে উপজেলা আ.লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা পরিষদের সদস্য শেখ হাশেম আলী, এম.এ আসাদ, শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) : দৌলতপুরে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একটি আনন্দ র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ এবং উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার জাহান বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। আরো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, টিপু নেওয়াজ, তোহিদুল ইসলাম সর্দার, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু, প্রকৌশলী আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সাদিকুজ্জামান সুমন, আব্দুল মান্নান প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাট আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহের উদ্দিন, সাধারন সম্পাদক আবুনুর মোঃ আখতারুজ্জামান এবং সর্বস্তরের নেতা কর্মীরা।

শিবালয় (মানিকগঞ্জ) : শিবালয়ে আনন্দ র‌্যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ করা হয়। উপজেলা প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, সহসভাপতি সুদীপ ঘোষ বাসু, সুভাষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুল প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক মাহফুজুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, বারদি ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ স¤পাদক আলী হায়দার ও ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ প্রমুখ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজি বেলালের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজি। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান হাজি জানে আলম ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আবুল কাশেম মোল্লা, আলী আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুদনবী ডিউক, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবু তাহের পাটোয়ারি, উপজেলা যুবলীগ নেতা আবদুর রহমান রিয়াদ, ইউপি সদস্য আব্দুল আহাদ শিল্টু প্রমুখ।

হাতিয়া (নোয়াখালী) : হাতিয়ায় দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলি সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, যুবলীগের আহবায়ক শাহ্ আজিজুর রহমান মিরাজ, চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মহিন, শ্রমিক লীগের সভাপতি আল আমিন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক সাজেদ উদ্দিন প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সোহরাব আলী সানা। উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল খুলনা জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শেখ মুহা. শহীদ উল্লাহ । উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন রশিদুজ্জামান মোড়ল, সহসভাপতি সমিরন সাধু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আব্দুর রাজ্জাক মলঙ্গী, নির্মল কুমার মন্ডল, নির্মল অধিকারী, নির্মল বৈদ্য, ইকবাল হোসেন খোকন, জিএম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, নির্মল ঢালী, শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, পঞ্চানন সানা, দীপক কুমার মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়ারদার প্রমুখ।

দৌলতপুর (মানিকগঞ্জ) : দৌলতপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম আজিজুল হক সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম আজিজুল হক, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী খান, আখিনুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান অ্যাড. ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, ইউপি চেয়ারম্যান আয়ুব আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক বাবুল আক্তার টিপু, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মহিদুর রহমান মুক্তা, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান হৃদয় প্রমুখ।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : ধর্মপাশা উপজেলা শাখা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামীগের দলীয় কার্যালয়ে আলেচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্র লীগের সভাপতি দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুলতান মজুমদার প্রমুখ।

মাধবদী (নরসিংদী) : মাধবদী পৌর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। বক্তব্য দেন মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক এবং শহর আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকির হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close