পাবনা প্রতিনিধি

  ১০ মে, ২০২২

পাবনায় ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণ দাবি

মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী স্থান পাবনায় পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ ভবনকে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণসহ সব গণকবর সংরক্ষণের দাবিতে মানববন্ধন হয়েছে। সেই সঙ্গে দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য দেন জেলা আ.লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বীরমুক্তিযোদ্ধা আলী জব্বার, বীরমুক্তিযোদ্ধা মীর্জা ইসমাইল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু, বীরমুক্তিযোদ্ধা মনজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ আহম্মদ বকুল, বিআরডিবি পাবনা সদরের চেয়ারম্যান আনিছুজ্জামান দোলন প্রমুখ। বক্তারা বলেন ’৭১ এ সম্মুখ যুদ্ধটি সংগঠিত হয়েছিল তৎকালীন টেলিফোন এক্সচেঞ্জ ভবনে। ভবনটিতে এখনো গুলির দাগ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষে স্মৃতি বিজড়িত এই ভবনটি সংরক্ষণ করে ‘মুক্তিযুদ্ধ যাদুঘর’ নির্মাণ করা হোক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close