বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২২

বাউফল পৌর নির্বাচন

বক্তব্য দেওয়া নিয়ে প্রার্থীর ওপর হামলা

বাউফল পৌর নির্বাচনে উঠান বৈঠকে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান প্রার্থী আল-মামুন আকনের ওপর হামলা হয়েছে। এতে আল-মামুন আকনসহ চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের হালিম ফকির বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। হামলার সময় মেয়র জিয়াউল হক জুয়েল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এদিকে গতকাল শুক্রবার সকালে আল-মামুন আকনের ওপরে হামলার প্রতিবাদে স্থানীয়রা মিছিল করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাউন্সিলর পদপ্রার্থী পানি বোতল মার্কা প্রার্থী নজরুল ইসলাম খানের ফকির বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মেয়র জিয়াউল হক জুয়েল। তার বক্তব্য শেষে সাবেক কাউন্সিলর ডালিম মার্কার প্রার্থী আল-মামুন মেয়রের অনুমতি নিয়ে দোয়া চেয়ে বক্তব্য দেন। বক্তব্যের মধ্যে মেয়রের সফরসঙ্গী অন্য এলাকার কিছু লোকজন হঠাৎ আল-মামুনের ওপর হামলা করে। এ সময় মামুনকে রক্ষা করতে উপস্থিত মহিলারা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। হামলায় মামুনসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা রাতেই আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মামুনকে রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে গতকাল শুক্রবার সকালে আল-মামুন আকনের ওপরে হামলার প্রতিবাদে স্থানীয়রা মিছিল করেন। ওসি আল-মামুন আকন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close