চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২২

কাজে আসছে না ২৬ লাখ টাকার সেতু

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসছে না। সেতুটিতে শুধু সংযোগ সড়ক না থাকায় দুই কিলোমিটার ঘুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।

জানা গেছে, সদর উপজেলার ইসলামপুর

ইউনিয়নের ছাপানিয়া এলাকার মোহনপুর

সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০১৮-১৯ অর্থবছরে ২৫ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুর দৈর্ঘ্য ৩২ মিটার। কিন্তু নির্মাণের দুই বছর পরও সেতুটিতে হয়নি সংযোগ সড়ক।

ছাপানিয়া গ্রামের বাসিন্দা মাহিদুল ইসলাম বলেন, ‘সেতুটির সংযোগ সড়ক নেই। তাই এই সেতুটি আমাদের কোনো উপকারে আসছে না। কোনো যানবাহন চলাচল করতে পারে না।’

সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, ‘ছাপানিয়া স্কুলের পাশের ওই রাস্তা দিয়ে স্থানীয় অনেক মানুষ চলাচল করেন। সেতুর ওপারে রয়েছে ফসলি জমি। সেতুর সংযোগ সড়ক না থাকায় ফসল পরিবহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে সেতুর দুই পাশে মাটি ভরাট করা হবে।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, ‘ওই সেতুর পাশে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। তখন সড়ক সংযোগ নির্মাণ করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close