মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ১৮ জুন, ২০২১

ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

জামালপুরের মাদারগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গুনারিতলা ইউনিয়নের পশ্চিম কাতলামারী গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০টি ঘোড়া অংশ নেয়। ঘোড়দৌড় দেখতে আশপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমায়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যাওয়া জোড়খালি এলাকার আল আমিন হোসেন বলেন, গ্রাম-বাংলার একটি প্রাচীন ঐতিহ্য ঘোরদৌড়। এ প্রতিযোগিতা দেখে খুব ভালো লেগেছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়েছি। এ আয়োজন যেন মহামিলন মেলায় পরিণত হয়েছে।

আয়োজকরা জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম-বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। ঐতিহ্যবাহী এই খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close