বাগেরহাট প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২১

বাঘের চামড়াসহ শিকারি গ্রেপ্তার

ক্রেতা সেজে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ মো. গাউস ফকির (৪৫) নামে এক শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগ ও র‌্যাব গত মঙ্গলবার রাত ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন শরণখোলার সদরের রায়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের রশিদ ফকিরের ছেলে। গতকাল বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়। চামড়াটির আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, পেশাদার চোরা শিকারি গাউস ফকির সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার হত্যা করে চামড়া নিয়ে তা বিক্রির জন্য চেষ্টা করছে এমন খবর পাওয়া যায়। পরে ক্রেতা সেজে গত শনিবার থেকে গাউস ফকিরের সঙ্গে যোগাযোগ করা হয়। বাঘের চামড়াটির ১৭ লাখ থেকে দরদাম ঠিক হয় ১৩ লাখ টাকা। পরে গাউস ফকিরকে বাঘের চামড়া হস্তান্তরের সময় পুরো টাকা পরিশোধ করা হবে বলে তাকে আশ্বস্ত করা হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে বস্তায় ভরে চামড়াসহ শরণখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন তেলের পাম্পের কাছে জলিলের ব্রিজের নিচে আসে গাউস। এ সময় তাকে চারদিক থেকে ঘিরে বস্তা ভর্তি একটি বাঘের চামড়াসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া বাঘের চামড়াটি ৮ ফুট ১ ইঞ্চি লম্বা ও ৩ ফুট ১ ইঞ্চি চওড়া বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close