খুলনা (মহানগর) প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

নিরাপদ সড়ক বাস্তবায়নে খুলনায় মতবিনিময়

বাংলাদেশের অর্থনীতি আজ বিশে^র কাছে শক্তিশালী উন্নয়নের রোল মডেল। এর ধারাবাহিকতায় দেশের সড়ক ও নাগরিকের জীবন নিরাপদ হওয়া দরকার। বিশ্রাম ছাড়া চালকদের দীর্ঘ সময় গাড়ি চালানো পরিহার করা প্রয়োজন। আমাদের দেশের চালকরা পৃথিবীর যেকোন প্রান্তের চালকদের চেয়ে কম দক্ষ নয়। সড়কের নিরাপত্তার স্বার্থে চালকদের অল্প সময় ব্যয় করে রোড সাইন সম্পর্কে ধারণা নিতে হবে। নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি চালানো যাবে না। মনে রাখতে হবে কয়েক মিনিট সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার নিরাপদ সড়ক বাস্তবায়নে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রোববার দুপুরে জেলার মোটরযান চালকদের মাঝে ডিজিটাল হেলথ কার্ড বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এসব কথা বলেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক ও বিআরটিএ’র উপপরিচালক মো. মহসিন হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close