হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ৩০ এপ্রিল, ২০১৯

সংবাদ প্রকাশের পর

হাজীগঞ্জে মাংসের দাম নির্ধারণ করে দিল পৌরসভা

দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ প্রত্রিকায় ‘হাজীগঞ্জে গরুর মাংসের কেজি ৭০০ টাকা! এই শিরোনামে সংবাদ প্রকাশের পর চাঁদপুরের হাজীগঞ্জে মাংসের দাম নির্ধারণ করে দিলো পৌরসভা। পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার নিয়ন্ত্রণ ও নিয়ম-শৃঙ্খলা রক্ষার্থে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এই দাম ঠিক করা হয়।

সভায় পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনার ভিত্তিতে মাংসের দাম নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কেজি গরুর মাংস হাড় ছাড়া ৫৭০, হাড়সহ ৫২০ এবং মহিষের মাংস ৪৭০ টাকায় বিক্রি হবে। তিনি বলেন, এছাড়াও পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি মাংসে ১০০ গ্রাম চর্বি ও হাড়সহ মাংসে প্রতি কেজিতে ২০০ গ্রাম হাড় দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি কেজী মাংসে এর বেশী চর্বি ও হাড় দেওয়া যাবেনা। তবে মাংস মানসম্পন্ন হতে হবে। পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য দেন পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, প্যানেল মেয়র- ২ শুকু মিয়া, কাউন্সিলর হাবিবুর রহমান, রিটন চন্দ্র সাহা, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, প্রেসক্লাব সহসভাপতি কামরুজ্জামান টুটুল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close