চট্টগ্রাম ব্যুরো

  ০৮ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামে বহুতল ভবনে সিডিএ’র অভিযান

ত্রুটিপূর্ণ বহুতল ভবনের সন্ধান ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল রোববার সকালে কোতোয়ালী জোনের তামাকুন্ডিলেনে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্বে দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী।

তিনি বলেন, ভবনগুলোতে কোন ধরনের ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখতে এ অভিযান। যদি এসব ভবনে কোনরকম ফায়ার নিরাপত্তা না থাকে তাহলে তাদের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ভবন সিলাগালা করা হবে।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, অভিযানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ধীরে ধীরে নগরীর ১৮টি আবাসিক এলাকাসহ বাণিজ্যিক ভবনগুলোতে অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সিডিএ’র অথরাইজড অফিসার-১ মোহাম্মদ মঞ্জুর হাসান, অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close