পাবনা প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০১৯

সাঁথিয়া পৌরসভার অর্থায়নে রাস্তা নির্মাণ

পাবনার সাঁথিয়া পৌরসভার অর্থায়নে পৌর মেয়র মিরাজুল ইসলামের সার্বিক তত্বাবধানে বোয়াইলমারী কবরস্থান থেকে আমোষ-চোমরপুর-লক্ষীপুর-ভায়া-আমোশ গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তাটি নির্মিত হওয়াতে সুবিধাভোগী গ্রামবাসী আনন্দিত।

সরেজমিন বোয়ালমারী-চমরপুর রাস্তার নির্মাণ কাজ দেখতে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তাদের দীর্ঘদিনের দাবি ছিল বোয়ালমারী কবরস্থান থেকে ওইসব গ্রামগুলোতে যাতায়াতের জন্য একটি রাস্তার। অনেকদিন পরে হলেও তা বাস্তবায়নে খুশি এলাকার মানুষ।

সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক বলেন,‘গ্রাম হবে শহর’ বর্তমান সরকারের এ স্লোগানকে সামনে রেখে পৌরসভার অর্থায়নে এ রাস্তাটি নির্মাণ করছি। এতে ৫টি গ্রামের ২০-২৫ হাজার মানুষ সুবিধাভোগী হবে। সরকারী সহযোগিতা পেলে ভবিষ্যতে রাস্তাটি পাকাকরণে ব্যবস্থা গ্রহণ করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close