বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

আবারো আটকে গেল রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচন

সীমানা সংক্রান্ত জটিলতার রিট মামলায় উচ্চ আদালতের নির্দেশে আবারো আটকে গেল রাজশাহীর পবা উপজেলা পরিষদের নির্বাচন। উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারী ভুলুর দায়েরকৃত রিটের প্রেক্ষিতে শুনানি শেষে উচ্চ আদালত আগামী এক বছরের জন্য নির্বাচন স্থগিত করেছে। এই আদেশের কপি গত মঙ্গলবার বিকালে হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহনাজ পারভীন। এরআগে পবা উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক মো. মকবুল হোসেন ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর মৃত্যু বরণ করলে পদটি শূন্য হয়। এরপর ওই বছরেরই ৮ ডিসেম্বর উপনির্বাচন গ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু তফসিল ঘোষণার পর সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা ইস্যু নিয়ে পারিলা ইউপি চেয়ারম্যান সাইফুল বারী ভুলু সে সময় উচ্চ আদালতে একটি রিট করেন। যার প্রেক্ষিতে ভোটগ্রহণের তিনদিন আগে উচ্চ আদালত সেই উপনির্বাচন স্থগিত করে দেন। এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েই চলছে পবা উপজেলা পরিষদের কার্যক্রম। এ বছর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেও উচ্চ আদালতের নির্দেশে আবারো তা আটকে গেল।

এ বিষয়ে গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহনাজ পারভীন প্রতিদিনের সংবাদ’র এই প্রতিনিধিকে বলেন, ‘রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সঙে পবা উপজেলার পারিলা ইউনিয়নের মুরশইল ও কেচুয়াতৈল গ্রামের সীমানা নিয়ে জটিলতায় নির্বাচন স্থগিতের বিষয়টি অনেকদিন আগে থেকেই ছিল। শুধু সেই আদেশটি সোমবার (৪ ফেব্রুয়ারি) উচ্চ আদালত আগামী এক বছরের জন্য বর্ধিত করেছেন। ফলে এ জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত এখানে আপাতত নির্বাচন হচ্ছেনা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close