গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৮

সড়ক নিরাপত্তা আইন বাতিলের দাবি

সড়ক নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন করেছে শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু নাইম, সম্পাদক হাছেন আলী, সহসভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক কয়ছার আলী, সড়ক সম্পাদক শাহিন মিয়া, শ্রমিক নেতা রাজু আহম্মেদসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। সড়ক নিরাপত্তা আইন শ্রমিক স্বার্থের পরিপন্থী উল্লেখ করে বক্তারা বলেন, এই আইনের ফলে শ্রমিক ও তাদের পরিবারকে চরম দুর্ভোগে পড়তে হবে। বক্তারা সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলায় জামিনযোগ্য বিধান রাখা, শ্রমিকদের দন্ড পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকার বিধান রাখা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অষ্টম শ্রেণির স্থলে পঞ্চম শ্রেণির বিধান এবং সড়ক দুর্ঘটনার জটিলতর মামলার তদন্ত কমিটিতে মালিক-শ্রমিকদের প্রতিনিধি অন্তর্র্ভূক্ত করাসহ ৮ দফা দাবি পেশ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close