শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

  ০৮ অক্টোবর, ২০১৮

শাজাহানপুরে ভল্কানাইজিং সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

বগুড়ার শাজাহানপুরে জাকারিয়া ষ্টোরের হাওয়ার সিলিন্ডার (ভল্কানাইজিং) বিস্ফোরণে ফরিদ উদ্দিস (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার নয়মাইল জামালপুর জোড়া পাম্প এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। নিহত ব্যক্তি ফরিদ উদ্দিন উপজেলার সোনাইদিঘি এলাকার মোবারক আলীর পুত্র।

আহতরা হলেন, জেলার শেরপুর উপজেলার দামুয়া গ্রামের গোলাম রব্বানীর পুত্র করতোয়া গেটলক বাসের চেইন মাস্টার নাজমুল হক (২৭) ও শাজাহানপুর উপজেলার চাঁনবাড়িয়া গ্রামের মো. মোস্তফার পুত্র খায়রুল ইসলাম(৩০)। খায়রুল ইসলাম ওই ভল্কানাইজিং ওয়ার্কশপের মালিক। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহানপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গতকাল রোববার সকালে হঠাৎ করে খায়রুল ইসলামের ভল্কানাইজিং সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলে ৩জন আহত হয়। স্থানিয়রা আহতদের উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটোরিক্সাচালক ফরিদ উদ্দিন মরা যায়। নিহত ফরিদ উদ্দিন বিস্ফোরনের সময় রাস্তার ওপারে আরেক ভল্কানাইজিং এর দোকানে তার অটোরিক্সার চাকাতে হাওয়া দিচ্ছিলেন। নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

বগুড়ার মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল জানান, ভল্কানাইজিং সিলিন্ডার বিস্ফোরণে আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close