বশেমুরবিপ্রবি প্রতিনিধি

  ১৭ মে, ২০১৮

ফিলিস্তিনে নৃশংসতার প্রতিবাদ

বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষকের মাথায় মলমূত্র ঢেলে লাঞ্ছিত করা এবং ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনের ঢাকা-পিরোজপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের চেয়ারম্যান ড. শাহজাহান, এসিসিই বিভাগের সভাপতি ড. দেবব্রত পাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রাজনীতির নামে চলমান আদর্শহীন ক্ষমতার দ্বন্দ্ব শিক্ষক সমাজকেও ক্রমাগত কলুষিত, প্রশ্নবিদ্ধ ও বিপন্ন করছে। শিক্ষকবৃন্দের মর্যাদা শেষ বিন্দুতে নিয়ে যাওয়ার পায়তারা চলছে বলেও মন্তব্য করেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist